ও সুন্দরবন! তুমি যদি হতে এক গ্যালাপাগস দ্বীপপুঞ্জ! -আইনুল বারী

সুন্দরবন! তুমি  যদি হতে এক গ্যালাপাগস দ্বীপপুঞ্জ!
-আইনুল বারী
--------------------------

গ্যালাপাগস দ্বীপপুঞ্জ। এক অপার রহস্যে ঘেরা দ্বীপ। ডারউইনের সময় থেকেই জীব বিজ্ঞানীদের অপার আগ্রহের স্থান। প্রাণীজগতের বিবর্তন পরীক্ষণ- পর্যবেক্ষণের এক জীবন্ত ল্যাব যেনো। পৃথিবীর সম্ভবত একমাত্র ১০০% অভয়ারণ্য এটি। এই দ্বীপের বাসিন্দারা তাদের এখানে বেড়াতে আসা মানুষদেরকে দেখে বিন্দুমাত্র ভয় পায় না, বরং তাদেরকে প্রকৃতিরই অংশ বলে মনে করে। গ্যালাপাগস দ্বীদের ইকো-সিস্টেম,বায়োস্ফেয়ার মানুষের হস্তক্ষেপ থেকে এতোটাই নিরাপদ সুখী যে ওখানকার বসবাসরত বিভিন্ন প্রজাতির বাসিন্দারা তাদের দ্বীপরাজ্যে ঘুরতে যাওয়া পর্যটকদের যেভাবে আতিথিয়তা প্রদর্শন করে তা মর্মস্পর্শ করে

যদি সব কিছুতেই আমাদের স্বার্থবাদী চিন্তা ত্যাগ করে সুন্দরবন নিয়ে ভাবনা-চিন্তা এমন হতো, সুন্দরবন  শুধু কারণেই মূল্যবান নয় যে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে, শুধু কারণেই নয় যে এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল বিশাল প্রাকৃতিক লীলাভূমি, অথবা সুন্দর বন ধ্বংস হলে প্রাকৃতিক দুর্যোগে আমাদের ব্যাপক ক্ষতি হবে। বরং এই কারণে সুন্দরবন অনন্য যে তা হলো ওখানকার গাছ-পালা-পশু-পাখীদের প্রিয় মাতৃভূমি। ওখানকার একটি গাছও অন্যায়ভাবে কেটে ফেলার অধিকার নেই আমাদের। ওখানকার একটি হরিণ বাঘের শান্তির ঘুম ভাংগানোর অধিকার নেই কিন্তু আমাদের মগজের ভেতরেইতো অসুখ দানা বেঁধে আছে!


(পুরোনো লেখা।)

Comments

Popular posts from this blog

ঠগ, ঠগী কারা? ঠগবাজি কী?- বিকল্প ইতিহাস -আইনুল বারী

ক্ষমতার তত্ত্ব-তালাশঃ অবিশ্বাসের দর্শন বনাম বিশ্বাসের দর্শন

বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে ভারতবর্ষে ও চীনে মাদক বাণিজ্যের জাল ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবনঃ ঔপনিবেশিক শোষণ-নিপীড়ণের এক টুকরো ইতিহাস। -আইনুল বারী