Posts

Showing posts from January, 2018

'রাগ' প্রবৃত্তির শাসন ও তাকে প্রশমনের উপায় -আইনুল বারী

' রাগ ' প্রবৃত্তির শাসন ও তাকে প্রশমনের উপায় -আইনুল বারী ------------------------------------------------------------------------------------- (১) রাগ, আমাদের একটি মৌলিক আবেগ, প্রবৃত্তি। শক্তিশালী প্রবৃত্তির শাসনে আমরা চলি, 'রাগ'-ও তার একটি।    বিবর্তনের পথে বিভিন্ন প্রবৃত্তির মতো মানুষ 'রাগ'কে নিয়ন্ত্রণ করতে শিখেছে। আদি মানুষ যদি প্রবৃত্তিকে কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করতে না শিখতো তবে সভ্যতার সৃষ্টি হতো না, সামাজিক বন্ধন রচনা করে সে সভ্যতা এগিয়েও চলতো না। দ্বিতীয় পর্যায়ে 'ভাষা'  প্রবৃত্তিকে বহু মাত্রায় প্রকাশ করতে ও নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে। ভাষা রাগকে স্পষ্ট করেছে, রঙিন করেছে, বৈচিত্রময় করেছে, বোধগম্য করেছে। প্রবৃত্তির নিয়ন্ত্রণ ও ভাষার ব্যবহার মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে রেখেছে।  যখন 'ভাষা'র উদ্ভব ঘটলো তখন 'রাগ’-ও তার বৈচিত্রপূর্ণ আত্মপ্রকাশের জন্যে ভাষাকে অবলম্বন করলো।        সভ্যতার বিভিন্ন পর্বে, বিভিন্ন আবাসভূমিতে, বিভিন্ন জনগোষ্ঠীতে, বিভিন্ন সামাজিক শ্রেণী বিন্যাসে মানুষ 'রাগ' প্রবৃত্তিকে প্রয়োগ করেছে বিভিন

যদি এমন হতো? -আইনুল বারী

যদি এমন হতো ?  -আইনুল বারী ------------------------------------- সারা দেশ জুড়ে কতো লক্ষ লক্ষ মসজিদ - মাদ্রাসা - খানকা - মজলিস। আর কতো লক্ষ লক্ষ আলেম - ওলামা , মুফতি , শায়েখ , মসজিদের ইমাম , মাদ্রাসার শিক্ষক , হাফেজ , হুজু্ ‌ র , মুহাদ্দিস , পীর , সুফিগণ , সুন্নতের চুলচেরা আমলকারী মুসলমান ইসলামের দাওয়াতে মশগুল ! আহা , কতো ভালো হতো যদি দেখতাম সমাজে সম্মানিত এই মানুষগুলি সকলে মিলে ওয়াজে , মাহফিলে , ক্লাশে শুধু উপদেশ , বক্তৃতায় দিনের পুরোটা সময় শেষ না করে মানুষের সেবায় ব্যস্ত থাকতেন ! - যদি জংগীবাদের বিরুদ্ধে ধর্মের অপবাখ্যার পরিষ্কার জবাব দিতেন ! যদি ধর্মান্ধতা ও চিন্তা গোঁড়ামির বিরুদ্ধে তরুণদের সর্বদা সচেতন করতেন ! - যদি ধর্ম রক্ষার নামে মন্দির ভাঙ্গার বিরুদ্ধে আর শুধুমাত্র মুসলমান না হওয়ার অপরাধে নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করার বিরুদ্ধে ও ধর্ম প্রতিষ্ঠার নামে সাম্প্রদায়িক ঘৃণা , জংগীপনা ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র সোচ্চার হয়ে পথে নামতেন এবং পবিত্র দায়িত্ব মনে করে