Posts

Showing posts from February, 2018

বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে ভারতবর্ষে ও চীনে মাদক বাণিজ্যের জাল ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবনঃ ঔপনিবেশিক শোষণ-নিপীড়ণের এক টুকরো ইতিহাস। -আইনুল বারী

Image
বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে ভারতবর্ষে ও চীনে মাদক বাণিজ্যের জাল ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবনঃ ঔপনিবেশিক শোষণ-নিপীড়ণের এক টুকরো ইতিহাস। -আইনুল বারী ----------------------------------------------------------------------------------- বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে বাংলাদেশে ও ভারতবর্ষে মাদক বাণিজ্য ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবন - --- বৃটিশ সাম্রাজ্যবাদের এ ছিলো এক কালো অধ্যায়। যখন পরাক্রম সাম্রাজ্যবাদী পরাশক্তির দানব ইস্ট ইন্ডিয়া কোম্পানী চীনে ও ভারত বর্ষের মতো দরিদ্রপিড়ীত এশীয় ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে নানা কৌশলে, খবরদারির মাধ্যমে মাদকের জাল বিস্তার করেছিলো। এক দিকে জোরপূর্বক আফিম চাষ করিয়ে আফিমের উৎপাদন বৃদ্ধি করেছিলো, আবার আফিমের নেশাখোর/সেবনকারী তৈরি করে সেখানেই আফিমের বিরাট বাজার তৈরি করেছিলো। লোকালয়ে গাঁজা, মদ-আফিমের অসংখ্য দোকান খুলে মাদক বাণিজ্যকে অবারিত করা হয়েছিলো, মাদকের বৃহত্তর বাজারে পরিণত করা হয়েছিলো ভারত-বর্ষ ও চীনকে। (২) ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বণিকেরা ভারতবর্ষ-চীনকে ঘিরে মাদক বাণিজ্যের একটি নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়। এ নেটওয়ার্ক স্বল্প সময়ে বৃটিশ সাম্রাজ্