Posts

Showing posts from October, 2017

মরণ খেলা 'নীল তিমি' ( ব্লু হোয়েল গেম চ্যালেঞ্জেস), যার পেছনে আছে ভয়ানক সাইকোপ্যাথিক অপরাধী চক্র।

মরণ খেলা 'নীল তিমি' ( ব্লু হোয়েল গেম চ্যালেঞ্জেস), যার পেছনে আছে ভয়ানক সাইকোপ্যাথিক অপরাধী চক্র। -আইনুল বারী --- --- ---- ----- মরণ খেলা 'নীল তিমি' ( ব্লু হোয়েল গেম চ্যালেঞ্জেস)। ভারত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে...। নীল তিমির দল যেমন জীবনের এক সায়হ্নে এসে দল বেঁধে আত্মহত্যা করে, সেই ধারণাকে অবলম্বন করে প্রায় নিখুঁত পরিকল্পনায় আমাদের শিশুদের জীবন কেড়ে নিতে চায় এক ভয়ানক সাইকোপ্যাথিক অশুভ চক্র। এই চক্রটি বিষাদগ্রস্ত শিশুদের টার্গেট করে হত্যাযজ্ঞের অশুভ তৎপরতায় লিপ্ত রয়েছে। ব্লু হোয়েল গেমের পরিচালকরা বিষাদাক্রান্ত ও হতাশাগ্রস্ত তরুণদেরকে চ্যালেঞ্জের নামে ৫০টি ধাপে আত্ম-নিপীড়ণমূলক ও অপরাধমূলক নির্দেশনা দেয়। এর নির্দেশনাগুলির কিছু কিছু এ রকম, সারা দিন কারো সাথে কথা না বলে থাকার চ্যালেঞ্জ, শেষ রাতে ঘুম থেকে জেগে হরর মুভি দেখা, ভোরের আলো ফুটে উঠার আগে একাকী ছাদে গিয়ে হাঁটাহাটি করা কখনো রেলিঙয়ে পা ঝুলিয়ে বসে থাকা, নিজের শরীরে অসুখ বাঁধানো বা বাবার পকেট থেকে টাকা চুরি করা বা বন্ধু-বান্ধবীর বিরুদ্ধ