রখাইনে কারা বহিরাগত?-রোহিঙ্গা নিধন'২০১৭ -আইনুল বারী

রখাইনে কারা বহিরাগত?-রোহিঙ্গা নিধন'২০১৭
-আইনুল বারী
তারিখ-১২/৯/২০১৭
-- -- -- ----

শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া আন সান সুকি রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদ্ধত ভঙ্গিতে বলছেন, ওরা বহিরাগত, বাঙ্গালী। অথচ যতোটুকু ইতিহাস থেকে জানি রাখাইন রাজ্য দীর্ঘ দিন যাবৎ বার্মা থেকে আলাদা আবাসভূমি ছিলো।
১৭৮৪ এর ৩১ ডিসেম্বরে বার্মার কন বং শাসক ব্যাপক গণহত্যার মাধ্যমে( প্রায় দু লাখের উপর নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়। সূত্রঃবাংলাপিডিয়া) রাখাইন রাজ্য দখন করে নিলো। এই দখলদারির আগে থেকেই রাখাইন অঞ্চলে ভারত ও বাংলাদেশ লোকেদের যাতায়ত, এ অঞ্চলের মানুষ সে দেশে গিয়ে আবাস গেড়ে সে অঞ্চলের অধিবাসী হয়েছিলো। তারও শত শত বছর আগে সেখানে সুফিবাদী-মানবতাবাদী ধারায় ইসলামের বাণী পৌঁছে গিয়েছিলো। আরব বণিকদের সাথেও রাখাইন অধিবাসীদের বাণিজ্যের সম্পর্ক ছিলো। দৌলত কাজী আলাওলরা ছিলেন আরকান রাজ সভার বিখ্যাত কবি। তারা বাংলা সাহিত্যের মধ্যযুগের সেরা কবি ছিলেন। দৌলত কাজী (১৬০০-১৬৩৮) আরাকান রাজসভার আশরাফ খানের পৃষ্ঠপোষকতা লাভ করেন।আশরাফ খানের প্রশংশায় লিখেছেনঃ-

কর্নফুলী নদী পূর্বে আছে এক পূরী
রোসাঙ্গ নগরী নাম স্বর্গ অবতারী।।
তাহাতে মগধ বংশ ক্রমে যুদ্ধাচার
নাম শ্রী থুধম্মা রাজা ধন অবতার।।
প্রতাপে প্রভাত ভানু বিখ্যাত ভুবন
পুত্রের সমান করে প্রজার পালন।।
দেব গুরু পুজ এ ধর্মেতে তান মন
সে পদ দর্শনে হএ পাপের মোচন।।
পূণ্যফলে দেখে যদি রাজার চরণ
নারকীও স্বর্গ পাএ সাফল্য জীবন।।
মুখ্য পাত্র শ্রীযুক্ত আশরাফ খান
হানাফী মোজাহাব ধরে চিস্তিয়া খান্দান।।
শ্রীযুক্ত আশরাফ খান লস্কর উজীর
যাহার প্রতাপ বজ্রে চুর্ণ আর শির।

(তাহলে, রাখাইনে কারা পুরোনো অধিবাসী? পরষ্পর তুলনায় কারা বহিরাগত? )

Comments

Popular posts from this blog

ঠগ, ঠগী কারা? ঠগবাজি কী?- বিকল্প ইতিহাস -আইনুল বারী

ক্ষমতার তত্ত্ব-তালাশঃ অবিশ্বাসের দর্শন বনাম বিশ্বাসের দর্শন

বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে ভারতবর্ষে ও চীনে মাদক বাণিজ্যের জাল ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবনঃ ঔপনিবেশিক শোষণ-নিপীড়ণের এক টুকরো ইতিহাস। -আইনুল বারী