গড়ে তুলতে হবে ভালো মানুষের ভালোবাসার নেটওয়ার্ক- আইনুল

গড়ে তুলতে হবে ভালো মানুষের ভালোবাসার নেটওয়ার্ক- আইনুল  
অন্য অনেকের মতো বাংলাদেশে এমন এক ভালোমানুষের ভালোবাসার নেটওয়ার্ক’ এর স্বপ্ন দেখিযা গড়ে উঠবে স্বতস্ফুর্তভাবে। এগিয়ে আসা তরুণ-যুবা ও প্রবীণদের সম্মিলিত ভালোবাসায়। শুরুতে এটি মহা কঠিন মনে হলেও এক সাথে আন্তরিকতা ও বুদ্ধির প্রয়োগ ঘটাতে পারলে এটি দ্রুতই সহজ হয়ে উঠবে এবং সামাজিক আন্দোলনের আকার নেবে বলে আমার বিশ্বাস। আমরা আম জনতা সব কিছুর দায়-দায়িত্ব চাপিয়ে দিতে চাই সরকার ও সরকারী সংস্থগুলির উপরযা মোটেও ঠিক নয়। রাষ্ট্র ও সরকার তার নাগরিকের সামাজিক বিকাশের সহায়ক শক্তি হতে পারেকিন্তু দেশকে এগিয়ে নিতে হলে দেশের মানুষকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে।প্রথমে কিছু মানূষকে ভেতর থেকে আত্ম-শুদ্ধির পথ খুঁজে নিয়ে অন্যদের পনুপ্রাণিত করতে হবেগড়ে তুলতে হবে বিরাট ও ভয়ংকর অশুভ স্বার্থপর সামাজিক চক্রের বিরুদ্ধে ভালো মানুষের নেটওয়ার্ক । তবেই না দেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

২। ভালো মানুষের নেটওয়ার্ক এক অত্যন্ত প্রয়োগবাদী প্রস্তাব। এর কোনো সংকীর্ণ রাজনৈতিক বা গোষ্ঠীগত বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই। এ হলো সামাজিক কল্যাণ কাজে জাতি-ধর্ম-নির্বিশেষে সততাভালোবাসা,আন্তরিকতা ও বিচক্ষণতার তীব্র প্রয়োগ। ভালো মানুষের সংখ্যা এখন কম হলেও তা এক সময় সাধারণে ছড়িয়ে যাবেএই আশা টিকে থাকবেই।একজন ভালো মানুষের সত্য উচ্চারণবুদ্ধিদীপ্ত ভালো কথা হাজার হাজার অহেতুক কথা-বার্তাকুটিল পরামর্শ ও দুরভিসন্ধির চেয়ে অনেক বেশি ফলপ্রসূ ও টেকসই । কাজেই আমরা যেনো সংখার ঘটতি দেখে হতাশ না হই। এ প্রসংগে কুরআনের একটি আয়াত উদ্ধৃত করছিযেখানে ভালো কথা ও মন্দ কথার তুলনা রয়েছেঃ
'তুমি কি লক্ষ্য করো নাআল্লাহ কীভাবে উপমা দেনঃ একটি ভালো কথা হলো একটি ভালো গাছের মতোএর শেকড় দৃঢ় ভাবে গ্রোথিতএর শাখা-প্রশাখাগুলি আকাশে উত্থিত।' 'এটি সব সময় ফল দেয়আল্লাহর নির্দেশে। আর এভাবে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেন যেনো তারা চিন্তা-ভাবনা করে।' 'এবং একটি মন্দ কথার উদাহরণ হচ্ছে একটি খারাপ গাছের মতোমাটির উপরিতল থেকে উপড়ে নেয়াআর তার নেই টিকে থাকার মতো স্থিতি।' (সুরাহইব্রাহীম,১৪ঃ ২৪-২৬ )

Comments

Popular posts from this blog

ঠগ, ঠগী কারা? ঠগবাজি কী?- বিকল্প ইতিহাস -আইনুল বারী

ক্ষমতার তত্ত্ব-তালাশঃ অবিশ্বাসের দর্শন বনাম বিশ্বাসের দর্শন

বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে ভারতবর্ষে ও চীনে মাদক বাণিজ্যের জাল ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবনঃ ঔপনিবেশিক শোষণ-নিপীড়ণের এক টুকরো ইতিহাস। -আইনুল বারী