গুড পার্টি ও এভিল পার্টি -আইনুল বারী

গুড পার্টি ও এভিল পার্টি
আইনুল বারী
----------------------------------

পৃথিবীতে মানুষের জীবন সংগ্রামের জন্য কেবল দুটি পার্টি আছে- একটি হলো গুড পার্টি, অন্যটি হলো এভিল পার্টি।

এভিল পার্টির সদস্যরা নিরীহ মানুষকে স্বার্থবাদী শোষণের জন্যে
সুবিধাজনক কিছু মিম (meme)/বার্তা তৈরি করে সমাজে ছড়িয়ে দেয় ।

এ কথা সব ধর্ম বলে, সব মানবতাবাদী মতবাদ বলে যে, সমাজে সব ধরণের সংগঠনের মধ্যে গুড পার্টির সদস্যরা যেমন আছে, এভিল পার্টির সদস্যরাও আছে । যেমন হকার সংগঠনের মধ্যে ভালো সদস্য আছে, খারাপ সদস্যও আছে, কবিদের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। ব্যবসায়ীদের মধ্যেও এমন আছে, বুদ্ধিজীবীদের মধ্যে ভালো/খারাপ আছে, বনরক্ষকদের মধ্যে আছে, কার্টুনিস্টদের মধ্যে আছে, নাস্তিক-হুজুরদের মধ্যে আছে, চোর-ডাকাতদের মধ্যে আছে। কিছু চোর ডাকাতের হয়তো এমন মানবিক বোধ আছে, যা নামকরা ডাক্তার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা একজন পুলিশ কর্মকর্তার নেই।

এভিল পার্টির সদস্যদেরকে বেশ সতর্ক থাকতে হয়, যেনো কান্ড জ্ঞান সম্পন্ন মানুষের দল গুড ও এভিলের (ভালো-মন্দের) ভিত্তিতে নিজেদের মধ্যে বন্ধন তৈরি করতে না পারে, চেহারা উম্মোচিত হলেই বিপদ। তারা বরং বিভিন্ন অপ্রয়োজনীয় হাসি-ঠাট্টা-সংশয়-ঝামেলা ও অস্বস্তিকর নানা ইস্যুতে সারাক্ষণ ব্যস্ত থাকুক। আর এভিল'রা (অশুভ, মন্দ) ক্রমশ মোটা হতে থাকুক...।

Comments

Popular posts from this blog

বৃটিশ সাম্রাজ্যবাদী যুগে ভারতবর্ষে ও চীনে মাদক বাণিজ্যের জাল ও বৃটিশ পুঁজির পুঞ্জীভবনঃ ঔপনিবেশিক শোষণ-নিপীড়ণের এক টুকরো ইতিহাস। -আইনুল বারী

হিমু তত্ত্ব ও হিমু দিবস -আইনুল বারী

শুভ অশুভের লড়াই, বাংলাদেশ -আইনুল বারী